Showing posts with label romance. Show all posts
Showing posts with label romance. Show all posts

ভালোবাসার উপোহার

বিকেলের বিষাদকে পেরিয়ে
সন্ধ্যার আচ্ছন্নতা এড়িয়ে
নিজের সাথেই যুদ্ধে শেষে
হার মানলাম, রাত্তিরে এসে

আর এগোনোর শক্তি নেই আমার
তবু নেই অনুমতি,- থামার
দু কাঁধে প্রত্যাশার বোঝা
আঁধারে আমার পথ খোঁজা

কে য্যানো ধারালো কিছু দিয়ে
স্বপ্নগুলো দিলো কূপিয়ে
দেখি দুস্বপ্ন নিরন্তর
অ্যাক রক্তাক্ত মরূপ্রান্তর ...

এক ফ্যাকাশে অনিশ্চয়তা
বাড়ায় দুঃস্বপ্নের ভয়াবহতা
নেভে আকাশের সব তারা
নিচে একা আমি আশাহারা

আমি-ই করেছিলাম ভুল
আমার স্বপ্নেরা দিলো মাশূল
পালিয়ে বেড়াই আজও শোকে
স্বপ্নের মৃতদেহ চোখে ...

পদে পদে বিপদ দাঁড়িয়ে
মৃত্যু দুইহাত বাড়িয়ে
নিয়ত হৃদয়ে আঘাত
করে আত্মাকে আত্মসাৎ

নেই উপায়, কিছুই ফিরে পাওয়ার
শেষ সাহস, নতুন কিছু চাওয়ার
নেই শক্তি, ভালোবাসার আর -
পেয়েছি একবারে-ই, অ্যাতো উপোহার।।

- সুমন বারিক


-------------- X -------------






ব্যর্থ নিবেদন

যাবো দেখে দূর থেকে
দুরত্ব বজায় রেখে –
তোমাকেই ভালোবেসে যাই।
কলেজে রিডিং রুমে
কখনও স্বপ্নে ঘুমে
তোমাকেই শুধু কাছে চাই।
যদি সে স্বপ্ন থেকে
(আর) না জাগি জীবিতোলোকে
নীরবেই বিদায় জানাই।
বিদায়ের শেষ রাতে
যে মালা পরাবে তাতে
তোমার-ই স্পর্শ য্যানো পাই।।

                         - সুমন বারিক


-------- x --------

অন্য আমি

অস্থির মন, আচমকা স্থির, বলে আজ থাক
যা কিছু সে চেয়েছিলো, সব ভুলে যাক
অন্ধকারের কালো গহ্বরে খবর পাঠাক
আলোর, আশার …

তারপরে আমি হোয়ে গেছি পার
হারিয়ে, যা ছিলো হারাবার
পেরিয়েছি সেই সাগর আমার
বেদনা, হতাশার …

আর ফিরবোনা পুরোনো পথে
আপোশে ভরা বাঁধা গথে
(আজ) বেঁধেছি মন এই শপথে
হারিয়ে যাবোই …

‘স্মৃতি’ ভুলে থেকো তুমি আমার
লক্ষের মাঝে কোরো নিরাকার
ডাক শুনো না সে পুরনো কথার
“তোমায় পাবোই ” …

                         - সুমন বারিক


-------- x --------

আকাশ ঝর্ণা

ব্যাথা বুকে বয়ে চলে তৃষিত জলধারা
ঘুণ ধরা আকাশে সে খুঁজেছিলো শুকতারা
পেল হৃদয় ভরা
মরুদ্যানেতে খরা
নীরবে নিশুতি রাতে অঝোরে অশ্রুধারা
নোনাধরা আশা নিয়ে ডেকে ডেকে হ্য় সাড়া …

দায়বদ্ধ আকাশ, কারো কর্তব্যপাশে
বৃষ্টিতে দুখ তার ঝর্ণায় এসে মেশে
আবেগে বাঁধানো -
স্মৃতি থাক সাজানো
ব্যাথিত আনন্দে দুঃখকে চেপে হাসে
স্থিতধী জানে সে, রাত পর-ই ভোর আসে …

তৃষিত ঝর্ণা তবু ব্যাথিত আকাশে
খুঁজে ফেরে জ্যোৎস্না, শোকাহত বিন্যাসে …
                         - সুমন বারিক


-------- x --------

The "Ex" Virus

You’re affecting like a virus
Running all over my system
My mind is getting nervous
Finding no escape from this flame
I wonder how good it was
My first childish romance
I’m now running out of purpose
I’ve to throw you far a distance
To stop your interference
N the feeling of your presence
In all over my breathing
I still sense your essence…

No no, gotta go, yo yo
With my life, n flow
You can’t reach me
Ye ye, wanna stay,
So far away…
Even your dreams can no way
Touch me…
Can you hear me?

Now tell me
Do you feel sorry?
Or even ever worry?
Thinking about me?
But I truly loved you
N so jam is my memory
With all that false love story
Why can’t I forget you?

Now I’m no longer protected
My antivirus is outdated
জলাঞ্জলী পুরো protection
In the dark lake of depression …

                         - Suman Barick


-------- x --------

The Mountain and The Monsoon’s Messenger

Few breaths away from final breath
I was about to rest in peace
In a land ruled by dread of death
Suddenly Dropped,Rain's first kiss...

Penetrating my skin of stone
She entered the raunchy realm of rock
The deadly dare of a drop alone -
Was enough to shake and shock …

What made her did this? Who knows why?
Suicide like this is but a crime
Where I was left to dry and die
Sucked, slumped, she could be anytime

But determined she kept crawling
Crossed every cavity and hole
With fainting eyes I kept looking
She was so sworn to save my soul

With her, back they started to come
Dreams and hope that were lost and thrown
I never wanted to become
Another lifeless stack of stone

Defeating all the hurdles She
Infused inside the heart of hill
She gifted my life back to me
She felt my joy, I felt her thrill

Thirsty for thirty thousand years
Couldn't believe she'd really come
Never before my eye knew tears...
She spoke to me, so soft, so calm

"Despair not, O Old Mountain!
Hear the message I've come to say -
Here comes The Army of The Rain
Monsoon is also on her way......"


- Suman Barick



-------------- X -------------






The Girl Beside The River

Susan took me with her
Where the sky, its color changes
In her hut near the river
Where she offered fresh oranges

And her room had no furniture
We sat on dry mud ground
Her room was full of moisture
With a peaceful river sound

She herself was peaceful
Listless happy and crazy
The breeze was blowing cool
And the horizon was hazy

Like the whole world ceased existing
Except this little landscape
Then the air started teasing
Making flutter what she draped

She sat still staring at river
Her face reflecting indifference
Eyes were flying afar
(In) A world free of fence and offense

And then she moved on closer
With her hand touching mine
In her eyes smiled a teaser
I felt a shiver down my spine

Laughing she jumped off floor
Running towards the bay
Perplexed, I stood at door
Knowing not should I go or stay

She laid on wet sand surface
Kept bathing in the sun set
And the nature and her oneness
Told that we are nature's subset

In the sky she spread her voice
Singing a hymn to the endless
It left me with no choice
And defense was all but pointless

And the sun himself was singing
Praising her joy and beauty
He will dream until the morning
The dalliance of this deity....

                        - Suman Barick





-------------- X -------------