Showing posts with label ভারতবর্ষ. Show all posts
Showing posts with label ভারতবর্ষ. Show all posts

ভ্রাতৃ বন্ধন

মাতৃদেশ ভারতবর্ষ করল নিজের জীবন দান
জন্ম দিল দুইটি দেশ – ভারত এবং পাকিস্তান,
একই মাতা ভারতবর্ষে জন্ম হয়েছে তাই
ভারত এবং পাকিস্তান – হোক তারা ভাই ভাই।

ভারতমাতা দিয়েছিলেন চিরন্তন শিক্ষা
সত্য শান্তি দয়া, প্রেম ও তিতিক্ষা...
যদি, নিজের মায়ের শিক্ষাটাকে নিজেই ভুলে বসি
বলতে পারো আমরা তবে কেমন ভারতবাসি ?!

কার সনে তোর যুদ্ধ এতো
কার সাথে শত্রুতা
চক্ষু মেলে দেখরে সেতো
তোর-ই আপন ভ্রাতা...

ভাইয়ে ভাইয়ে যুদ্ধে যদি
ঘরকে বানাস রক্তনদী ,–
নিজের সঙ্গে নিজেই তুই করবি যদি ছল –
পরকে দিয়ে দোষ তুই কিইবা পাবি ফল ?!

ভাই যদি হয় বিপথগামী,
আলোর পথটি দেখিয়ে দে
ভাই যদি সে মারতে আসে
বুকের মধ্যে জড়িয়ে নে।

ভারতবাসী পাকিস্তানী হৃদয়ে একই আত্মা
মিলেমিশে থাকলে তবেই থাকবে নিরাপত্তা
যুদ্ধ মানেই দেশে দেশে ঘোর অমঙ্গল
যুদ্ধ মানেই ভারতবর্ষ মাতার চোখে জল।।


                         - সুমন বারিক


-------- x --------

স্বাধীনতা দিবস

আজকে আমার ইচ্ছে করে
সকল বাধন ছিন্ন করে
মেলতে পাখা চলতে উড়ে
মেঘের পাড়ে বহুদূরে
যেথায় স্বর্গে বিপ্লবীরা
আনন্দে আজ আত্মহারা
শান্ত নয়নে তাকিয়ে থাকে
প্রাণাধিক ভালোবেসেছিল যাকে
সেই স্নীগ্ধ ভারতবর্ষ ’পরে
স্বর্গ হতে আজকে কুসুম ঝরে
মহান যত শক্তি বিশ্বে – সবই ভালবাসার
ইহা শুধুই মানুষ দেখে, নাহি দেখে কিছু আর
মানুষ পাবে অমর জীবন, ঘুচে যাবে সব হার
যুগ যুগ ধরে ইহাই বার্তা পবিত্র আত্মার
এই মন্ত্রেই দূরীভূত করে সব যশ-অপযশ
মিলনের গানে মুখরিত হোক স্বাধীনতা দিবস।।

                         - সুমন বারিক


-------- x --------

শিকড়ই সহায়


জাঁকজমকহীন পরিবেশে
আড়ম্বরহীন প্রাচীন দেশে
শান্ত আলোর পূণ্যভূমি
ক্লান্ত পথিকের লক্ষ্য তুমি
দিগ্ভ্রান্ত আত্মবিস্মৃত
উন্মাদনায় বিচলিত
শ্রান্ত যারা আসুক হেথা
মহিম স্পর্শে ভুলুক ব্যাথা
অজেয় আত্মার থাকে না ক্লান্তি
শান্তি শান্তি শান্তি শান্তি
পরম আনন্দে লভিয়া সমাধি
গভীর অন্তরে খোঁজে সে আদি
মুক্ত মন সত্যকে পায়
লব্ধ সত্য,- “শিকড়-ই সহায়”।।

- সুমন বারিক