Showing posts with label Meditation. Show all posts
Showing posts with label Meditation. Show all posts

শিকড়ই সহায়


জাঁকজমকহীন পরিবেশে
আড়ম্বরহীন প্রাচীন দেশে
শান্ত আলোর পূণ্যভূমি
ক্লান্ত পথিকের লক্ষ্য তুমি
দিগ্ভ্রান্ত আত্মবিস্মৃত
উন্মাদনায় বিচলিত
শ্রান্ত যারা আসুক হেথা
মহিম স্পর্শে ভুলুক ব্যাথা
অজেয় আত্মার থাকে না ক্লান্তি
শান্তি শান্তি শান্তি শান্তি
পরম আনন্দে লভিয়া সমাধি
গভীর অন্তরে খোঁজে সে আদি
মুক্ত মন সত্যকে পায়
লব্ধ সত্য,- “শিকড়-ই সহায়”।।

- সুমন বারিক

মুক্তিবাসনা

দাও ঘুঁচিয়ে অহংকারের বাঁধন
   মুক্ত করো লক্ষ মানব মাঝে
শুনতে পেলাম বন্দি মনের কাঁদন
   দিনে রাতে, বিশ্রামে ও কাজে
  ******   
   শুনতে পেলাম দারুণ হাহাকার
   ফাঁকটুকু নেই বাতাস বইবার
   বন্দি আত্মা দেহের কারাগারে
   পাচ্ছে ক্ষয় শত কষ্টের ভারে
    দিনে দিনে ক্রমে প্রদীপ যাচ্ছে নিভে
     সলতে শুকায়,- যন্ত্রণা ও ক্ষোভে ...

   এনেছিলেম যে জীবন সঙ্গে করে
   শত সোনালি স্বপ্ন দুচোখে ভরে
   আজ সে জীবনে দুঃখ বসে হাসে
   সেই দুইচোখ - দুঃস্বপ্নের গ্রাসে
    অস্থির মনে করি শুধু ভুল ভ্রান্তি
      দাও এইবারে, দাও অনন্ত শান্তি ...
  ******
দাও মুছিয়ে ক্ষুদ্র দেহের বাঁধন
    ব্যাক্ত করো লক্ষ তারার মাঝে
সমাধিতে বসে নির্বিকল্প সাধন
    মহাশূন্যে, যেথায় সৃষ্টি সাজে ।।

                         - সুমন বারিক


-------- x --------