Showing posts with label Metaphysical. Show all posts
Showing posts with label Metaphysical. Show all posts

স্মৃতি সাগরে

শূণ্য এই সমুদ্রতীরে
আসি বারে বারে ফিরে
আপন মনে, লক্ষ্য ছাড়াই
বালিতে, জলেতে হেঁটে বেড়াই
দিনের শেষে পাখির গানে
স্মৃতিসকল মন কে টানে –
দূরে আকাশ, জলে মেশে, 
ঢেউয়ের তালে, মন, চলে ভেসে...

একে একে পর্দা সব সরিয়ে দূরে
ধীরে ধীরে ঢুকে যাই – অন্তঃপুরে
হয়ত বা স্বেছায় নিজের ভিতরে
ডুব দিয়ে ডুবে যাই হৃদয় গভীরে...
ভুলে যাওয়া কত শত অনুভূতি জাগে
ভেসে ভেসে যেতে যেতে, গায়ে এসে লাগে
বুঝতে পারিনা, কে আমি, কে স্মৃতি
দুইয়ের সাথেই যে, প্রবল পরিচিতি...

ধীরে ধীরে নিজেকেই, হারিয়ে ফেলি
স্মৃতিসাগরে মিশে, স্মৃতি হোয়ে খেলি... ।।  

                         - সুমন বারিক


-------- x --------

শিকড়ই সহায়


জাঁকজমকহীন পরিবেশে
আড়ম্বরহীন প্রাচীন দেশে
শান্ত আলোর পূণ্যভূমি
ক্লান্ত পথিকের লক্ষ্য তুমি
দিগ্ভ্রান্ত আত্মবিস্মৃত
উন্মাদনায় বিচলিত
শ্রান্ত যারা আসুক হেথা
মহিম স্পর্শে ভুলুক ব্যাথা
অজেয় আত্মার থাকে না ক্লান্তি
শান্তি শান্তি শান্তি শান্তি
পরম আনন্দে লভিয়া সমাধি
গভীর অন্তরে খোঁজে সে আদি
মুক্ত মন সত্যকে পায়
লব্ধ সত্য,- “শিকড়-ই সহায়”।।

- সুমন বারিক

মুক্তিবাসনা

দাও ঘুঁচিয়ে অহংকারের বাঁধন
   মুক্ত করো লক্ষ মানব মাঝে
শুনতে পেলাম বন্দি মনের কাঁদন
   দিনে রাতে, বিশ্রামে ও কাজে
  ******   
   শুনতে পেলাম দারুণ হাহাকার
   ফাঁকটুকু নেই বাতাস বইবার
   বন্দি আত্মা দেহের কারাগারে
   পাচ্ছে ক্ষয় শত কষ্টের ভারে
    দিনে দিনে ক্রমে প্রদীপ যাচ্ছে নিভে
     সলতে শুকায়,- যন্ত্রণা ও ক্ষোভে ...

   এনেছিলেম যে জীবন সঙ্গে করে
   শত সোনালি স্বপ্ন দুচোখে ভরে
   আজ সে জীবনে দুঃখ বসে হাসে
   সেই দুইচোখ - দুঃস্বপ্নের গ্রাসে
    অস্থির মনে করি শুধু ভুল ভ্রান্তি
      দাও এইবারে, দাও অনন্ত শান্তি ...
  ******
দাও মুছিয়ে ক্ষুদ্র দেহের বাঁধন
    ব্যাক্ত করো লক্ষ তারার মাঝে
সমাধিতে বসে নির্বিকল্প সাধন
    মহাশূন্যে, যেথায় সৃষ্টি সাজে ।।

                         - সুমন বারিক


-------- x --------




সৃষ্টির গড়া সৃষ্টি


একলা ঘরের একঘেয়েমি
ভীড়েও খুবই বিষণ্ন
গড়িয়ে চলার গোঁড়ামী
ছেড়ে, ভাবি করি কিছু অন্য...

মাথায়ভরা মাথাভার করা
ছন্নছাড়া চিন্তা
ঐক্যহীন লক্ষ্যহারা -
অস্থির সারাদিনটা ...

অন্য কোথাও, অন্য কিছু-
সংজ্ঞহীন চাহিদা...
দিনরাত করে তাড়া, পিছু পিছু
(আমি)নিজেই নিজের ধাঁধা...

উদাসীনতায় উড়ে গিয়ে দূরে
পাখি হয়ে গাছে বোসে
সূর্যাস্তের বিদায়ী সুরে
শৃংখল্ পড়ে খোসে...

সেই 'অন্য' কে করি অনুভব
এক আধ্যাত্মিক স্বাদ্
আবিষ্ট আমি নিথর্ নীরব
পার্থিব সব বাদ্ ...

আসল নকল এক হোয়ে যায়
মায়াময় দুনিয়ায় ...
চেনা স্রোত অচেনার দুনিয়ার
স্বতন্ত্রতা হারায় ...

মোহাছন্ন, - এখন হলাম ?
অথবা আগেই ছিলাম
অস্তিত্ব – পরিচয় – নাম
শূণ্যে ভাসিয়ে দিলাম ...

(লাগে) স্বপ্ন সত্যি, সত্যের চেয়ে
(এ) অসত্যেই আমি খুশি
আত্মার আলো আকাশে ছেয়ে
মুক্তির মুখোমুখি ...

বুঝিনা কি চাই – কোথায়, কখন -
ইচ্ছেতে নাই - নিয়ন্ত্রণ ...
কুল-কিনারাও খুজতে যাইনা –
বন্ধন ও সীমা চাইনা ...

চাইলাম নীল, হোয়ে গেলো তবু
গোলাপী রঙের বৃষ্টি
কেউ বা কইলো, "বাহ্ কবিবাবু -
করলেন নব সৃষ্টি "...

সাময়িকভাবে সব শোক ভুলে -
হই, আরোই, শান্তিহীন-ই ;
সংশয়স্রোত ভীড় করে কূলে
"আমি কি আমায় চিনি?"

সুখ্ হতে ওঠে দুঃখের ঢেউ -
দুঃখ ভাঙে সুখে ,
কেউ সুস্থায়ী, অস্থায়ী কেউ -
কে রাখে কাকে রুখে ...

যখন দুঃখ থাকে দূরে,
আমি আনন্দ ভীড়ে ,
তবু, তোলপাড় মন জুড়ে ;
যত দূরে, তত গভীরে ...

সুখের দুখের ভিন্ন বৃষ্টি ,
ঝাপ্সায় 'এক' হোয়ে যায় ...
রচে, সৃষ্টির গড়া সৃষ্টি
স্রষ্টার প্রচেষ্টায় ।।

-সুমন বারিক


-------- x ---------




Please Note:
  1. For spellings, emphasis has been given on pronunciation. So some spellings might look odd.