Showing posts with label Abstract. Show all posts
Showing posts with label Abstract. Show all posts

সৃষ্টির গড়া সৃষ্টি


একলা ঘরের একঘেয়েমি
ভীড়েও খুবই বিষণ্ন
গড়িয়ে চলার গোঁড়ামী
ছেড়ে, ভাবি করি কিছু অন্য...

মাথায়ভরা মাথাভার করা
ছন্নছাড়া চিন্তা
ঐক্যহীন লক্ষ্যহারা -
অস্থির সারাদিনটা ...

অন্য কোথাও, অন্য কিছু-
সংজ্ঞহীন চাহিদা...
দিনরাত করে তাড়া, পিছু পিছু
(আমি)নিজেই নিজের ধাঁধা...

উদাসীনতায় উড়ে গিয়ে দূরে
পাখি হয়ে গাছে বোসে
সূর্যাস্তের বিদায়ী সুরে
শৃংখল্ পড়ে খোসে...

সেই 'অন্য' কে করি অনুভব
এক আধ্যাত্মিক স্বাদ্
আবিষ্ট আমি নিথর্ নীরব
পার্থিব সব বাদ্ ...

আসল নকল এক হোয়ে যায়
মায়াময় দুনিয়ায় ...
চেনা স্রোত অচেনার দুনিয়ার
স্বতন্ত্রতা হারায় ...

মোহাছন্ন, - এখন হলাম ?
অথবা আগেই ছিলাম
অস্তিত্ব – পরিচয় – নাম
শূণ্যে ভাসিয়ে দিলাম ...

(লাগে) স্বপ্ন সত্যি, সত্যের চেয়ে
(এ) অসত্যেই আমি খুশি
আত্মার আলো আকাশে ছেয়ে
মুক্তির মুখোমুখি ...

বুঝিনা কি চাই – কোথায়, কখন -
ইচ্ছেতে নাই - নিয়ন্ত্রণ ...
কুল-কিনারাও খুজতে যাইনা –
বন্ধন ও সীমা চাইনা ...

চাইলাম নীল, হোয়ে গেলো তবু
গোলাপী রঙের বৃষ্টি
কেউ বা কইলো, "বাহ্ কবিবাবু -
করলেন নব সৃষ্টি "...

সাময়িকভাবে সব শোক ভুলে -
হই, আরোই, শান্তিহীন-ই ;
সংশয়স্রোত ভীড় করে কূলে
"আমি কি আমায় চিনি?"

সুখ্ হতে ওঠে দুঃখের ঢেউ -
দুঃখ ভাঙে সুখে ,
কেউ সুস্থায়ী, অস্থায়ী কেউ -
কে রাখে কাকে রুখে ...

যখন দুঃখ থাকে দূরে,
আমি আনন্দ ভীড়ে ,
তবু, তোলপাড় মন জুড়ে ;
যত দূরে, তত গভীরে ...

সুখের দুখের ভিন্ন বৃষ্টি ,
ঝাপ্সায় 'এক' হোয়ে যায় ...
রচে, সৃষ্টির গড়া সৃষ্টি
স্রষ্টার প্রচেষ্টায় ।।

-সুমন বারিক


-------- x ---------




Please Note:
  1. For spellings, emphasis has been given on pronunciation. So some spellings might look odd.