Showing posts with label মগজ যাক মঙ্গলে - আমি মজা করবই. Show all posts
Showing posts with label মগজ যাক মঙ্গলে - আমি মজা করবই. Show all posts

ছন্দক্ষ্যাপা

আয়রে আমার ছন্দমুখর
অন্ধ পাঁঠা, গন্ধ শূকর   
রাতবিরেতের পাগলা হাওয়া  
পাগলা মদন ভুতে পাওয়া
আঁড়ি পাতা চাকর বাকর 
খাতা জুড়ে পোকামাকড়  
মজুর মুটে আয়না ছুটে    
মাথায় মুড়ি, খা না খুঁটে   
দেখলে আছে সবার ভাগে
দেখতে গেলে চক্ষু লাগে   
নাই যদি তোর দেহজোড়া
বাঘের মত ডোরা ডোরা   
তাই বলে ‘তুই মানুষ’ ভাবিস ?
হুতোম প্যাঁচাও হোতে পারিস   
হোতে পারিস ছুঁচো বেবুন
আলু পটল কুমড়ো বেগুন 
সূয্যি লুকায় মেঘের পাড়ে
তুই-ও পালা বাঁচবি নারে 
ছুটছে ছন্দ ছন্নছাড়া
পাচ্ছে যাকে করছে তাড়া
হায় হারালো নিয়ন্ত্রণ
হোচ্ছে মজা বিচক্ষণ
কাব্যরথে ছন্দ ঘোড়া
পাখির পেটে পালক পোড়া
‘হ’-এ হাঁপানি হাঁপালো
 বেঞ্চি হোতে ঝাঁপালো
 হাঁপানি-টা বে-আক্কেল
 বাঁধিয়ে দিলো সে এক খেল
 বেঞ্চি ছিলো ছাদের ধারে
 হাঁপানি গ্যালো ‘স্বর্গ’ পাড়ে
‘স্বর্গ’ – হাস্পাতালের নাম
“হয়েছে, হয়েছে, এবার থাম”
দ্যাখো গণ্ডার যাচ্ছে উড়ে
চাঁদ এনে দাও খামে মুড়ে
নামছে ‘তারা’ সুরে সুরে
ঘুম এলো ভাই দুচোখ জুড়ে।।

                         - সুমন বারিক


-------- x --------

মাছি

সকল পৃথিবী (ও মঙ্গল) বাসীকে শুভ নববর্ষে আমার আন্তরিক উপহার - "মাছি" (সুরঃ চন্দ্রবিন্দুর "একটি মুরগী, দুটি পদ" এর মত)

দুটো মাছি বসলে নাকে
ছাড়বে কাকে, মারবে কাকে ?
যদি দুই-ই উড়ে যায় -
কষ্টে বুক পুড়ে যায় ;
 
শীতকালে জোরে,
নাক কাঁদছে অঝোরে,
শীতকালে ভোরে -
নাক কাঁদছে অঝোরে,
এলো মাছি, গেলো মাছি,
শূণ্য নাকে বসে আছি ...
 
একটা মাছি ঠ্যাং নাই,
চলো ভাজা ব্যাঙ খাই;
একটা মাছি ভন্ ভন্ -
শীতে নাক কন্ কন্ ;
 
শীতকালে যদি,
নাক হয় নদী ;
আহা, শীতকালে যদি,
নাক ভেসে নদী -
নৌকা নামা, আর কী চাস ?
চল্ রে ভেসে কলম্বাস ...
 
মারতে গিয়ে চেপ্টে ,
মাছি নাকে লেপ্টে ,
নাক হবে নাকাছি -
স্ত্রী মাছেরে কয় মাছি ...
 
মা মাটি মাছি -
সবে মিলে হাঁচি ,
মা মাটি মাছি -
একটা ফ্যামিলি-হাঁচি ,
চৌদ্দ গেলো, পনেরো এলো -
মাছি মাথা চেটে খেলো ...

 - সুমন বারিক
 



                                            
                                                              -------------- X ------------






যম কে জবাব

২০১২ সালে পৃথিবী ধ্বংস হবে কিনা, বা ধ্বংস যদি হয়-ও তাহলে তার ঠিক আগেরদিন এবং আগের মুহূর্তগুলো আমরা কি করব তা নিয়ে বন্ধুদের মধ্যে জল্পনা-কল্পনার অন্ত ছিলো না। ঠিক সেইসময়-ই এই কবিতা টা লেখা - যে ধংস এলে আমি ঠিক কী করব... :) 


ধ্বংস যবে আসবে তবে
এই বলে মোর 'জবাব' হবে...
মরতে যে চাস, মরগে যা
গামছা নিয়ে স্বর্গে যা
বল গে গিয়ে খুদার কাছে
আসতে আমার দেরি আছে...

পেরিয়ে দিন, পেরিয়ে রাত
হোলাম বড়, “ক্যায়া বাত, ক্যায়া বাত,”
তা কি শুধু-ই মরব বলে ?
ভাবলে পরেই রক্ত জ্বলে...

নেতৃত্বে আমার আজি
জাগছে পাজি, জাগছে মাঝি
জাগছে ধরা, জাগছে মরা
বিদ্রোহ এক পাগল করা...
দিনে দিনে ডুবে ঋণে
দিনে যারা শোয় কফিনে
বিদ্রোহে আজ সামিল তারাও
"মৃত্যু তাড়াও, মৃত্যু তাড়াও
জাপটে জরা ধরবো না
মরছি না, মরব না..."

কফিন ছেড়ে আসছে তেড়ে
দলে দলে মরার দল -
সবাই মিলে হারে রে রে,
পালাবি কোথায় এবার বল...

যমের সাথে জমিয়ে নেবো -
পাঙ্গা সম্মুখ সমরে -
চিমটি দিয়ে কমিয়ে দেবো,
 চর্বি যত কোমরে... 

যুদ্ধে জিতে খুব হিড়িকে -
যমের জামায় দেবো লিখে -
"মারছো মানুষ পটাশ পটাশ,
গন্ধ তুমি...  - গন্ধ খট্টাশ
*... "


-সুমন বারিক


--------- x ---------
 
*খট্টাশ বা polecat হলো এমন এক ধরনের জন্তু যারা দেহ নিঃসৃত তীব্র দুঃর্গন্ধের মাধ্যামে আত্মরক্ষা করে। আর সে গন্ধের জোর এতটাই যে বাঘ সিংহ ও খট্টাশকে ঘাঁটাতে সাহস করে না...