ভালোবাসার উপোহার

বিকেলের বিষাদকে পেরিয়ে
সন্ধ্যার আচ্ছন্নতা এড়িয়ে
নিজের সাথেই যুদ্ধে শেষে
হার মানলাম, রাত্তিরে এসে

আর এগোনোর শক্তি নেই আমার
তবু নেই অনুমতি,- থামার
দু কাঁধে প্রত্যাশার বোঝা
আঁধারে আমার পথ খোঁজা

কে য্যানো ধারালো কিছু দিয়ে
স্বপ্নগুলো দিলো কূপিয়ে
দেখি দুস্বপ্ন নিরন্তর
অ্যাক রক্তাক্ত মরূপ্রান্তর ...

এক ফ্যাকাশে অনিশ্চয়তা
বাড়ায় দুঃস্বপ্নের ভয়াবহতা
নেভে আকাশের সব তারা
নিচে একা আমি আশাহারা

আমি-ই করেছিলাম ভুল
আমার স্বপ্নেরা দিলো মাশূল
পালিয়ে বেড়াই আজও শোকে
স্বপ্নের মৃতদেহ চোখে ...

পদে পদে বিপদ দাঁড়িয়ে
মৃত্যু দুইহাত বাড়িয়ে
নিয়ত হৃদয়ে আঘাত
করে আত্মাকে আত্মসাৎ

নেই উপায়, কিছুই ফিরে পাওয়ার
শেষ সাহস, নতুন কিছু চাওয়ার
নেই শক্তি, ভালোবাসার আর -
পেয়েছি একবারে-ই, অ্যাতো উপোহার।।

- সুমন বারিক


-------------- X -------------






No comments:

Post a Comment