দাও ঘুঁচিয়ে অহংকারের বাঁধন
মুক্ত করো লক্ষ মানব মাঝে
শুনতে পেলাম বন্দি মনের কাঁদন
দিনে রাতে, বিশ্রামে ও কাজে
******
শুনতে পেলাম দারুণ হাহাকার
ফাঁকটুকু নেই বাতাস বইবার
বন্দি আত্মা দেহের কারাগারে
পাচ্ছে ক্ষয় শত কষ্টের ভারে
দিনে দিনে ক্রমে প্রদীপ যাচ্ছে নিভে
সলতে শুকায়,- যন্ত্রণা ও ক্ষোভে ...
এনেছিলেম যে জীবন সঙ্গে করে
শত সোনালি স্বপ্ন দুচোখে ভরে
আজ সে জীবনে দুঃখ বসে হাসে
সেই দুইচোখ - দুঃস্বপ্নের গ্রাসে
অস্থির মনে করি শুধু ভুল ভ্রান্তি
দাও এইবারে, দাও অনন্ত শান্তি ...
******
দাও মুছিয়ে ক্ষুদ্র দেহের বাঁধন
ব্যাক্ত করো লক্ষ তারার মাঝে
সমাধিতে বসে নির্বিকল্প সাধন
মহাশূন্যে, যেথায় সৃষ্টি সাজে ।।
- সুমন বারিক
-------- x --------
Darun hoyeche... Keep it up..... :)
ReplyDelete