শিকড়ই সহায়


জাঁকজমকহীন পরিবেশে
আড়ম্বরহীন প্রাচীন দেশে
শান্ত আলোর পূণ্যভূমি
ক্লান্ত পথিকের লক্ষ্য তুমি
দিগ্ভ্রান্ত আত্মবিস্মৃত
উন্মাদনায় বিচলিত
শ্রান্ত যারা আসুক হেথা
মহিম স্পর্শে ভুলুক ব্যাথা
অজেয় আত্মার থাকে না ক্লান্তি
শান্তি শান্তি শান্তি শান্তি
পরম আনন্দে লভিয়া সমাধি
গভীর অন্তরে খোঁজে সে আদি
মুক্ত মন সত্যকে পায়
লব্ধ সত্য,- “শিকড়-ই সহায়”।।

- সুমন বারিক

No comments:

Post a Comment