আজকে আমার ইচ্ছে করে
সকল বাধন ছিন্ন করে
মেলতে পাখা চলতে উড়ে
মেঘের পাড়ে বহুদূরে
যেথায় স্বর্গে বিপ্লবীরা
আনন্দে আজ আত্মহারা
শান্ত নয়নে তাকিয়ে থাকে
প্রাণাধিক ভালোবেসেছিল যাকে
সেই স্নীগ্ধ ভারতবর্ষ ’পরে
স্বর্গ হতে আজকে কুসুম ঝরে
মহান যত শক্তি বিশ্বে – সবই ভালবাসার
ইহা শুধুই মানুষ দেখে, নাহি দেখে কিছু আর
মানুষ পাবে অমর জীবন, ঘুচে যাবে সব হার
যুগ যুগ ধরে ইহাই বার্তা পবিত্র আত্মার
এই মন্ত্রেই দূরীভূত করে সব যশ-অপযশ
মিলনের গানে মুখরিত হোক স্বাধীনতা দিবস।।
- সুমন বারিক
-------- x --------
No comments:
Post a Comment