কর্মযজ্ঞ

"কর্ম-ই উপাসনা" - স্বামী বিবেকানন্দ

দৃঢ় মুষ্ঠিতে ইচ্ছাসংবরণ
ভোগবাসনা করো অপহরণ
প্রতিহিংসাপরায়ণ রণ –
ক্ষেত্রে হোক তার মরণ

সুখ-ই জীবনের উদ্দেশ্য নয়
জীবন দুঃখের-ও শিষ্য নয়
ঘুঁচে যাক যত আলস্যময়
জীবনের চেনা পরিচয়

শুরু হোয়ে যাক কর্মযজ্ঞ
হোক তা-ই ব্যাধি দুরারোগ্য
কুনাশা এই নেশাতেই ভোগ্য
প্রকৃত আরোগ্য

সক্রিয় এ বিদ্রোহ ভিষণ
প্রয়োজনে হোক সব নির্বাসন
ত্যাগ কোরে রাজসিংহাসন
পড়ে নেব গৈরিক বসন

ভেঙ্গে শৃঙ্খল শক্তির জাগরণ
হোক শুভ চেতনার বিষ্ফোরণ
কর্ম বিনা জীবন ধারণ
অকারণ মন্ত্র উচ্চারণ

হোক বিনা মেঘে বজ্রপাত
হোয়ে যাই ডাকাবুকো ডাকাত
যত কঠিণ হোক কর্মজাত
কোরে নেবো আত্মসাৎ

যতদিন কাজ
ততদিন-ই থাক প্রাণ
তাই বলি আজ
কুঠারেতে দাও শান
পিছে পড়ে থাক পুরাতন যত
জীবন আলস্য-বিক্ষত।।

                         - সুমন বারিক


-------- x --------

No comments:

Post a Comment