বাস্তব

“ ক্ষুধার্ত মানুষকে ধর্মের কথা শোনানোর অর্থ মানবাত্মার অবমাননা করা”
- স্বামী বিবেকানন্দ

স্বর্গে নয় পৃথিবীতে, কোরি আমি বাস্তবে বাস
চাইনা আমি নাচতে তাই, নিয়ে মাথায় ইতিহাস
“ভারতে ছিল সুবর্ণযুগ” – কী হবে কোরে গর্ব ?
আজকে মানুষ নরকে বাঁচছে, ব্যর্থ হচ্ছে সর্ব ...
স্বপ্ন দেখবো কি কোরে আমি পুরাতন কে ধরে ?-
আমি যে দেখেছি স্বচক্ষে ভারতের ঘরে ঘরে –
রোজ কত শত মানুষ মরে
একমুঠো অন্নের তরে ...

ভাবছে তারা ‘পরের বেলার খাবার কোথায় পাই ’ ,
ধর্মকথা এখন কি আর ঢুকবে মাথায় ভাই ?
ওসব বড় জ্ঞানের কথা – এখন সময় নাই
পারলে এসো অন্ন দিয়ে একটা প্রাণ বাঁচাই ...

                         - সুমন বারিক


-------- x --------

No comments:

Post a Comment