আত্মজয়

উৎসাহ, মম উৎসাহ তুমি -
দুচোখে এমন-ই খেলে বেড়াও ,
তোমার স্পর্শে আসুক যারা -
প্রাণচঞ্চল হোক তারাও ।

আবেগ, আমার আবেগ সকল ,
ছোঁয়াও কন্ঠে পরশমণি ;
শোনে যে-ই কান, তব আহ্বান -
হোক সেই প্রাণে প্রতিধ্বনি ।

শক্তি, অসীম শক্তি আমার ,
শিরায় শিরায় প্রবাহিত হও -
দুর্বল কেন আপনারে ভাবি ,
সেই ভাবনারে ভুলিয়ে দাও ।

আলো, শান্ত আলো আমার -
শরীর জুড়ে রাজ করো ,
পরম আত্মার দৈবী প্রভাব -
মম আত্মাতে কাজ করো ।

লক্ষ্য হোক নিশ্চঞ্চল ,
চোখের সামনে চির উজ্জ্বল ,
লক্ষ কোটি ঝঞ্জা মাঝেও -
আদর্শ থাক অটল ।

নাই জোর যার আপনার রাজে -
বিশ্ববিজয় তার কি সাজে ?
প্রকৃতিকে যিনি করেছেন জয় -
তিনিই অকুতোভয়
তাই বিশ্বজয়ের সুচনালগ্নে -
   লক্ষ্য আত্মজয়।।

                         - সুমন বারিক


-------- x --------

No comments:

Post a Comment