ও স্বপ্ন – জীবনের শুরুতে
দুচোখের ভুরুতে
খুশির ছোঁওয়া দিয়ে যাও …
সকলের আড়ালে
চুপি চুপি দেওয়ালে
কত ছবি তুমি এঁকে দাও …
ও শ্মৃতি – কৈশোর বয়সে
আজও আমি হরষে
তোমার কথাই ভেবে যাই …
দুঃখের কালেতে
দুচোখের জলেতে
তোমাকেই মনে পড়ে তাই …
এক সুর বাজে
এ হৃদয়ের মাঝে
মনকে নিয়ে যায়
বেলাশেষের কোনো এক সাঁঝে …
আমি হারিয়ে যাই
নিঁখোজের খোঁজে
আমার ব্যাকুলতা শুধু
প্রকৃতি-ই বোঝে …
- সুমন বারিক
-------- x --------
No comments:
Post a Comment