যম কে জবাব

২০১২ সালে পৃথিবী ধ্বংস হবে কিনা, বা ধ্বংস যদি হয়-ও তাহলে তার ঠিক আগেরদিন এবং আগের মুহূর্তগুলো আমরা কি করব তা নিয়ে বন্ধুদের মধ্যে জল্পনা-কল্পনার অন্ত ছিলো না। ঠিক সেইসময়-ই এই কবিতা টা লেখা - যে ধংস এলে আমি ঠিক কী করব... :) 


ধ্বংস যবে আসবে তবে
এই বলে মোর 'জবাব' হবে...
মরতে যে চাস, মরগে যা
গামছা নিয়ে স্বর্গে যা
বল গে গিয়ে খুদার কাছে
আসতে আমার দেরি আছে...

পেরিয়ে দিন, পেরিয়ে রাত
হোলাম বড়, “ক্যায়া বাত, ক্যায়া বাত,”
তা কি শুধু-ই মরব বলে ?
ভাবলে পরেই রক্ত জ্বলে...

নেতৃত্বে আমার আজি
জাগছে পাজি, জাগছে মাঝি
জাগছে ধরা, জাগছে মরা
বিদ্রোহ এক পাগল করা...
দিনে দিনে ডুবে ঋণে
দিনে যারা শোয় কফিনে
বিদ্রোহে আজ সামিল তারাও
"মৃত্যু তাড়াও, মৃত্যু তাড়াও
জাপটে জরা ধরবো না
মরছি না, মরব না..."

কফিন ছেড়ে আসছে তেড়ে
দলে দলে মরার দল -
সবাই মিলে হারে রে রে,
পালাবি কোথায় এবার বল...

যমের সাথে জমিয়ে নেবো -
পাঙ্গা সম্মুখ সমরে -
চিমটি দিয়ে কমিয়ে দেবো,
 চর্বি যত কোমরে... 

যুদ্ধে জিতে খুব হিড়িকে -
যমের জামায় দেবো লিখে -
"মারছো মানুষ পটাশ পটাশ,
গন্ধ তুমি...  - গন্ধ খট্টাশ
*... "


-সুমন বারিক


--------- x ---------
 
*খট্টাশ বা polecat হলো এমন এক ধরনের জন্তু যারা দেহ নিঃসৃত তীব্র দুঃর্গন্ধের মাধ্যামে আত্মরক্ষা করে। আর সে গন্ধের জোর এতটাই যে বাঘ সিংহ ও খট্টাশকে ঘাঁটাতে সাহস করে না...






3 comments:

  1. mind blowing bro. darun hoyechhe. Ebar
    Life after Death , eta niye kobita lekh

    ReplyDelete
    Replies
    1. Akhon apatoto akdom e somoy pachhi na notun kichhu lekhar... Tai jegulo already lekha + typer kora achhe seguloi ak ak kore post korchhi...

      Life after Death mane to r kichhui noy, just sob kota barrier aksathe venge jachhe... r dhup kore giye Ocean of Truth a pora... [ba ota jodi ak typer life hoy, tale obossyo ei life er motoi tar o kichhu fixed definitions, limitations thakbe... :P] ... Jaihok, ektu freedom pele sei ultimate freedom-wala-state ta niye vaba thik hobe... :)

      Delete
  2. onek din por abar ei kobitagulo pore bes moja laglo :D aro mojar kobita de...:)

    ReplyDelete