মাছি

সকল পৃথিবী (ও মঙ্গল) বাসীকে শুভ নববর্ষে আমার আন্তরিক উপহার - "মাছি" (সুরঃ চন্দ্রবিন্দুর "একটি মুরগী, দুটি পদ" এর মত)

দুটো মাছি বসলে নাকে
ছাড়বে কাকে, মারবে কাকে ?
যদি দুই-ই উড়ে যায় -
কষ্টে বুক পুড়ে যায় ;
 
শীতকালে জোরে,
নাক কাঁদছে অঝোরে,
শীতকালে ভোরে -
নাক কাঁদছে অঝোরে,
এলো মাছি, গেলো মাছি,
শূণ্য নাকে বসে আছি ...
 
একটা মাছি ঠ্যাং নাই,
চলো ভাজা ব্যাঙ খাই;
একটা মাছি ভন্ ভন্ -
শীতে নাক কন্ কন্ ;
 
শীতকালে যদি,
নাক হয় নদী ;
আহা, শীতকালে যদি,
নাক ভেসে নদী -
নৌকা নামা, আর কী চাস ?
চল্ রে ভেসে কলম্বাস ...
 
মারতে গিয়ে চেপ্টে ,
মাছি নাকে লেপ্টে ,
নাক হবে নাকাছি -
স্ত্রী মাছেরে কয় মাছি ...
 
মা মাটি মাছি -
সবে মিলে হাঁচি ,
মা মাটি মাছি -
একটা ফ্যামিলি-হাঁচি ,
চৌদ্দ গেলো, পনেরো এলো -
মাছি মাথা চেটে খেলো ...

 - সুমন বারিক
 



                                            
                                                              -------------- X ------------






3 comments: